ফের অস্বস্তিতে সুপারস্টার আল্লু অর্জুন

IMG-20250909-WA0115

ফের অস্বস্তিতে সুপারস্টার আল্লু অর্জুন। তাঁর বিরুদ্ধে অভিযোগ বেআইনি নির্মাণের। গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন সুপারস্টার আল্লু অর্জুনকে শোকজ নোটিস পাঠিয়েছে। দাবি, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত সুপারস্টারের আল্লু বিজনেস পার্ক ভবনে সম্প্রতি অনুমতি ছাড়াই পুনরায় নির্মাণ শুরু করেছিলেন দক্ষিণী মহাতারকা। এরপরই সেই বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়ে নোটিস পাঠানো হয় তাঁকে। একই সঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, অনুমতি ছাড়া তাঁর এই নির্মাণের কারণে বাড়িটি ভেঙে দেওয়া উচিত নয় কি? উল্লেখ্য, দু’বছর আগে জুবিলি পার্কে এই আল্লু বিজনেস পার্ক ভবনটি নির্মাণ করেছিলেন আল্লু ও তাঁর পরিবার। ওই বাড়িতে রয়েছে আল্লু আর্টস, গীতা আর্টস-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস। এছাড়াও ওই ভবনে রয়েছে অন্যান্য অনেক অফিসও। ওই জায়গায় ১২২৬ বর্গ ফুট আয়তনের চারতলা নির্মাণের অনুমতি পেয়ে ওই ভবনটি তৈরি করেছিলেন। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি হঠাৎ ওই চারতলা ভবনটি ফের সম্প্রসারণের কাজ শুরু করা হলে ওই অবৈধ নির্মাণ বন্ধ করায় গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদিও এই নিয়ে এখনও আল্লু ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রুতিকে নিয়ে সোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার
শেষবার তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে। তিনি অভিনেত্রী শ্রুতি দাস। কাটোয়া থেকে কলকাতায় আসা মেয়েটার জেদ ছিল অদম্য। আর সেই জেদকে সঙ্গী করেই একে একে নানা কঠিন সময় পেরিয়ে নিজের অভিনয়ে শান দিয়েছেন শ্রুতি। দু’বছর পর ফের তাঁর ধারাবাহিকে প্রত্যাবর্তন। আর তা নিয়েই শ্রুতির কাছের মানুষ তথা জীবনসঙ্গী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার খোলা চিঠি লিখলেন শ্রুতিকে সোশাল মিডিয়ায়। কি লিখলেন তিনি শ্রুতিকে? সোশাল মিডিয়ায় স্বর্ণেন্দু শ্রুতিকে নিয়ে লেখেন, ‘ফিরে আসা সবসময় সুখকর। আর লড়াই এর একটা আলাদা মজা আছে। আর তোমার লড়াই এর কথা সব চেয়ে ভালো তুমি জানো। আর নিশার লড়াইটা যেন আরও কঠিন!! কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই! মন থেকে অভিনয় করার,আলাদা কিছু করার জেদটা সেই ২০২৩ এর ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে,এই জেদটা ধরে রাখো নিশার মধ্যেও। এভাবে বার বার ফিরে এসো তোমার অভিনয় এর খিদে মেটাতে!! শুভেচ্ছা, ভালোবাসা।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement