নেপালের ব্ল্যাক ডে, মন খারাপ মনীষার 

IMG-20250909-WA0119

অশান্ত মাতৃভূমি নেপাল। মুম্বইয়ে বিনিদ্র রজনী কাটাচ্ছেন ভূমিকন্যা মনীষা কৈরালা। জন্মলগ্ন থেকেই যে মেয়ে নেপালের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যাঁর রক্তে রাজনীতি, সেই ভূমিকন্যে এবার নেপালের রক্তপাত দেখে স্বাভাবিকভাবেই শান্ত থাকতে পারলেন না! এহেন অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে মনীষা বলছেন, “নেপালের জন্য ব্ল্যাক ডে।” দিন কয়েক ধরেই অশান্ত নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি সোশাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় সেই বিতর্কযজ্ঞে যেন নতুন করে ঘৃতাহূতি পড়ে! তার পর থেকেই তরুণ প্রজন্মের আন্দোলনে হিমালয়ের কোলের শান্ত রাষ্ট্র কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ-নিরাপত্তারক্ষী সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। আহতের সংখ্যা কমপক্ষে দুই শতাধিক! এমতাবস্থায় নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দলগুলি। যদিও বিপাকে পড়ে সোশাল মিডিয়ার উপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওলি সরকার, তবে ‘বিক্ষোভের আগুন এখনই থামছে না’ বলে পালটা হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এমতাবস্থায় মুম্বইয়ে বসেই অশান্ত মাতৃভূমির জন্য মন কাঁদছে মনীষা কৈরালার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement