কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশা এলাকায় অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগের ভল্কা রেঞ্জ। বাজেয়াপ্ত করা হয়েছে, কাঠ পাচারে ব্যবহৃত দু’টি ভুটভুটিও। জানা গিয়েছে, ওই দু’টি ভুটভুটিতে চাপিয়ে চোরাই সেগুন কাঠ গুলি অসম থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। বন বিভাগের ভল্কা রেঞ্জের বনকর্মীরা বারবিশা এলাকায় অভিযান চালিয়ে ভুটভুটি দু’টি আটক করে। আনুমানিক ৫০ সিএফটি চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, ওই পরিমাণ চোরাই কাঠের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। প্রাথমিক তদন্তে বন বিভাগ জানতে পেরেছে, চোরাই কাঠ গুলি প্রথমে মণিপুর থেকে অসমে আনা হয়। এরপর কাঠ গুলি অসম থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছিল। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হননি। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগের ভল্কা রেঞ্জ।