শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ‘মানুষের কাছে চলো’ কর্মসূচি পালনে ৩ নং ওয়ার্ডে। গৌতম দেব নিজে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। মেয়র জানালেন একেবারে পাড়ার মতো সবকিছু যদি করতে পারা যায় তবে মানুষের উপকার হবে। বাড়িতে বাড়িতে গিয়ে রাতে গিয়া যদি মানুষের সমস্যার কথা জিজ্ঞাসা করতে পারা যায় কবে সবার সমস্যা সমাধান হবে বলতে পারা যায় না। তবে এই যে মানুষের কাছে চলো প্রকল্পের কিছু ভালো দিক আছে। কথাগুলো শুনতে পারা যায়, এবং পরামর্শ করে তার সমাধান করতে পারা যায়। মেয়র তিন নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে সন্ধ্যা বেলায় গিয়ে তাদের সমস্যা গুলি শোনেন। মেয়র জানান এখানে যারা থাকেন বা বসবাস করেন একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, তাছাড়া পুজো এসে গেছে। এই সময় ওদের মুখে যদি একটু ব্যবস্থা করা যায় হাসি ফোটানোর তবে আমাদেরই ভালো লাগবে। একটি কালীবাড়িতে গিয়ে যা ওই ওয়ার্ডেই অবস্থিত মেয়র ওখানে গিয়ে পুজো দিয়ে প্রণাম করেন। মেয়র জানান এইভাবেই আমি বা বলতে পারা যায় আমরা মানুষের বাড়িতে পৌঁছে যাব। সমাধান করতে তাদের নিত্য নৈব্যক্তিক সমস্যার।