স্ট্রোক থেরাপি চিকিৎসায় নয়া দিশা সিকে বিড়লা হাসপাতালের

IMG-20250905-WA0118

ব্রেন স্ট্রোকের ফলে মস্তিস্কে রক্ত ক্ষরণ শিরায় রক্ত জমাট বেঁধে যায়। এই বন্ধ হওয়া শিরা গুলি খুলতে মেকানিক্যাল সমেটটমি চিকিৎসা পদ্ধতিতে করতে হয়। এই চিকিৎসা পদ্ধতিতে স্টেট্ রিটরিভার ডিভাইস প্রয়োজন হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। সম্প্রতি এই চিকিৎসার ট্রায়াল পদ্ধতিতে শেষ করা হয়েছে। বেসরকারি হসপিটাল সিকে বিড়লার চিকিৎসক ডাঃ দীপ দাস (কনসলটেন্ট) এই বিষয়ে জানালেন, ব্যয় বহুল খরচের এই চিকিৎসা জনসাধরণের কাছে কম খরচে যাতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে এই ট্রায়াল হয়েছে। ৪২ জন রোগীর ক্ষেত্রে ট্রায়াল চলেছে। তিনি উল্লেখ করেন, ভারতে খুব শীঘ্রই এই চিকিৎসা শুরু হবে। ভারতে ৮টি হাসপাতালের মধ্যে এই হাসপাতালে ট্রায়াল চলেছিল। তাই আশাবাদী আগামী দিনে এই চিকিৎসার ফলে ৫০ শতাংশ বেশি সাফল্য আসবে। তিনি জানান, ট্রায়াল চলাকালীন ১৮-৮০ বছর পর্যন্ত বয়সে টার্গেট করা হয়েছিল কিন্তু এখন আর স্ট্রোক থেরাপির উপর সব রোগীর চিকিৎসা করা যাবে। আগামী দু সপ্তাহের মধ্যে ভারতে এই চিকিৎসা পরিষেবা চালু করার বিষয়ে তিনি জানান। একই সঙ্গে গ্রামাঞ্চলে প্রবাহ নামে এক সংগঠনের সঙ্গে যৌথ ভাবে স্ট্রোক থেরাপি চিকিৎসার জন সচেতনতার কাজ চলছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement