মালদহ: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তুঙ্গে এসআইআর বিতর্ক। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। পালটা জবাব তৃণমূলের। বিজেপি বিধায়ক বলেন, “এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখব। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। কেউ যদি মনে করে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না। তাহলে তাঁরা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে। নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও দাঁড়াব এবং আমরা বলব যে, আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। পালটা জবাব দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি ‘কৈকেয়ীর জটিলতা’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “একজন বৈধ ভোটারকে আমরা হেনস্তার শিকার হতে দেব না। একজনও যদি হেনস্থার শিকার হন তাহলে বাংলার এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করব। এই বার্তা খুব পরিস্কারভাবে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বিজেপি বিধায়ককে স্মরণ করিয়ে দেন, ভুয়ো ভোটার নিয়ে তো প্রথম প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বিজেপির এসব ছলের খেলা ধরা পড়েছে বলেই তাঁদের দলের যারা কৈকেয়ী আছেন তাঁরা জটিলতা তৈরি করছেন।” বলে রাখা ভালো, বাংলায় এসআইআর কবে হবে, তা নিয়ে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। গত ১৭ আগস্ট সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “বাংলায় এসআইআর কবে হবে তা পরে জানানো হবে। ৩ নির্বাচন কমিশনার আলোচনা করার পর সঠিক সময়ে জানানো হবে।” তবে তা সত্ত্বেও রাজনৈতিক টানাপোড়েন জারি।