৪৭ তম জাতীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপের মাষ্টার্স গ্রুপে রানার্স দুলাল চন্দ্র বর্মণ

IMG-20250902-WA0051

দিনহাটা:  ৪৭ তম জাতীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপের মাষ্টার্স গ্রুপে রানার্স হয়েছেন দিনহাটা মহামায়া পাট ব্যায়াম বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দুলাল চন্দ্র বর্মণ। পাঞ্জাবের লুধিয়ানায়  জাতীয় স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যায়াম বিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্র দুলাল বর্মন বর্তমানে এসএসবি তে কর্মরত। সর্বভারতীয় এই প্রতিযোগিতায় ৫০০র বেশি প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে মাস্টার্স বিভাগে সুযোগ পায় ১০০ জন। ব্যায়াম বিদ্যালয়ের প্রাক্ত নেই ছাত্রের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন দিনহাটা পুরসভার চেয়ারপারসন অপর্না দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। বিদ্যালয়ের সেক্রেটারি জেনারেল বিভুরঞ্জন সাহা জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দুলাল এসএসবির হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দুলাল নব্বই দশকের শেষের দিকে মিস্টার দিনহাটা, মিস্টার কোচবিহার, মিস্টার নর্থ বেঙ্গল খেতাব অর্জন করে। পরবর্তীতে এসএসবিতে যোগদানের পর এবছর আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপের মাস্টার্স গ্রুপে রানার্স হওয়ায় আমরা অভিভূত। দুলাল বিদ্যালয়ের নামের পাশাপাশি দিনহাটার মুখ আরো উজ্জ্বল করল। বিভু আরও জানিয়েছেন, ও দিনহাটায় ফিরলে বিদ্যালয় এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। বিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রের জাতীয় স্তরে সাফল্যের খবরে খুশি বর্তমান ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কর্তৃপক্ষ। বিদ্যালয় এর কর্মকর্তাদের বিভুরঞ্জন ছাড়াও দিলীপ দে, শিখা নন্দী, গণেশ সাহা  জানিয়েছেন, এই বিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ নিয়ে তারা আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তাদেরই একজন দুলাল চন্দ্র বর্মন। ওর এই সাফল্যে বর্তমান ছাত্র-ছাত্রীরা ও আরো উৎসাহিত হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement