দিনহাটা: বিধানসভা নির্বাচনে এখনো বেশ কয়েক মাস বাকি রয়েছে। তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের শুরু হয়েছে দলবদল। দিনহাটার সিতাইয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল জলের এক নেতা সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক। বিজেপি দলের সিতাই এক নম্বর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মণ সহ পাঁচ জন সক্রিয় কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। সিতাইয়ে তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক সঙ্গীতা রায়। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহ স্থানীয় নেতৃত্ব। এদিন দলে যোগদানের পর বিশ্বজিৎ বর্মন বলেন,”আমি বেশ কয়েক বছর ধরে বিজেপিতে ছিলাম। ওই দলে মানুষকে ভাওতা দেওয়া ছাড়া আর কিছু নেই। এছাড়াও দলের কোন নীতি নেই। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”বিজেপির সিতাই ব্লকের কনভেনার দীপক রায় বলেন,”রাজ্যের শাসকদল তৃণমূল বিরোধীদল গুলি নেতাকর্মীদের নানা ভাবে ভয় ভীতি প্রদর্শন করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে। মানুষ সময় এলে উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছে।”বিধায়ক সঙ্গীতা রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্যজুড়ে উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে বিজেপির মন্ডল সম্পাদক সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। সাংসদ জগদীশ বলেন,” মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট লুট করে ১০ বছরের বেশি সময় বিজেপি কেন্দ্রের ক্ষমতায় রয়েছে। অথচ মানুষের কোন উন্নয়ন হয়নি। তাই ওই দলের কর্মী সমর্থকরা দলে দলে তৃণমূলে যোগদান করছে।