রাজস্থান রয়্যালসের অন্দরে চলছে কী? দলের পরিবেশ কি ভাল নয়? কয়েক দিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল, দলের অধিনায়ক সঞ্জু স্যামসন থাকতে চাইছেন না। সেই জল্পনার মাঝে আচমকা রাজস্থানের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর প্রস্থান ঘিরে জলঘোলা হচ্ছে। এবি ডিভিলিয়ার্সের মতে, দ্রাবিড়কে তাড়িয়েই দিয়েছে রাজস্থান। দ্রাবিড় রাজস্থানের কোচের পদ ছাড়ার পর দল জানিয়েছে, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচকে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্রাবিড় তাতে রাজি হননি। পাশাপাশি কোচের পদও ছেড়ে দিয়েছেন তিনি। দ্রাবিড়ের প্রস্থান ঘিরে রাজস্থানের এই দাবিতে অবাক হয়েছেন ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে দ্রাবিড়কে নিয়ে মুখ খুলেছেন ডিভিলিয়ার্স। তাঁর মতে, প্রিমিয়ার লিগে যে ভাবে কোচদের সরিয়ে দেওয়া হয়, সেটাই হয়তো হয়েছে দ্রাবিড়ের ক্ষেত্রে। আইপিএলে বিরাট কোহলির সতীর্থ বলেন, “প্রিমিয়ার লিগে কোচ ও ম্যানেজারেরা সব সময় চাপে থাকে। সাফল্য না দিতে পারলে মালিকের বকুনি শুনতে হয়। এক্ষেত্রে কী হয়েছে সেটা আমরা জানি না। তবে হয়তো দ্রাবিড়কে তাড়িয়েই দেওয়া হয়েছে। সেটা ঠিক নয়। হতে পারে পরের মরসুমে রাজস্থানের অন্য পরিকল্পনা রয়েছে। সেই কাজ শুরু করেছে তারা।” ডিভিলিয়ার্সের মতে, দ্রাবিড়ের মতো এত বড় নাম সরিয়ে দিলে দলে একটা ফাঁক তৈরি হয়। তা ভরাট করা কঠিন। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে এটা মালিকের সিদ্ধান্ত। ওরা ওকে বড় কোনও পদের প্রস্তাব দিয়েছিল। কিন্তু হয়তো দ্রাবিড় ডাগ আউটে থাকতে চেয়েছিল। তাই সেই প্রস্তাব নেয়নি। তবে দ্রাবিড়ের জুতোয় পা গলানো সহজ নয়। ও বড় নাম। আমি অনেক তরুণের সঙ্গে কথা বলে দেখেছি, ওদের কেরিয়ারের দ্রাবিড়ের কতটা ভূমিকা রয়েছে।”