মাদার টেরিজার জন্মদিনে শিশুদের প্রীতি উপহার

IMG-20250831-WA0043

কলকাতা: নোবেলজয়ী মাদার টেরিজার শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে কলকাতা মেডিক্যাল ব্যাঙ্কের তরফে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের সামনে অসহায় ভবঘুরে ছোট শিশু কিশোর দের পাশে নিয়ে জন্মদিন পালন করা হয়। ছোট শিশু কিশোর দের হাতে কেক, লজেন্স বিস্কিট প্যাকেট প্রীতি উপহার প্রদান করা হয়। কচিকাচাদের হাতে মাদার টেরিজার ছবি সম্বলিত মৈত্রী শান্তি ভালোবাসা ও মানবিকতার কথা তুলে ধরেন মেডিক্যাল ব্যাঙ্কের সম্পাদক ডি আশীষ। মাদার টেরিজা অসহায় ছোট শিশু কিশোর দের ভালোবাসতেন। সেই ভালোবাসা মৈত্রী শান্তির বার্তা তুলে ধরে কলকাতা মেডিক্যাল ব্যাঙ্কের সদস্যরা। মাদার টেরিজার ছবি হাতে নিয়ে কচিকাচারা বেজায় খুশি ও আনন্দিত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement