রাজ্যস্তরের স্কুলভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতা

IMG-20250829-WA0083

কোচবিহার: কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের স্কুলভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ও তৃতীয় স্থান দখল করল জাহ্নবী দেবনাথ ও সুষমা সরকার। এই দুই ছাত্রী একাদশ শ্রেণীতে পড়াশোনা করে।কোচবিহার জেলা দলের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয় জাহ্নবী ও সুষমা। কলকাতার হাওড়া জেলার ডুমুর জোলা ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় দিন জাহ্নবী অনূর্ধ্ব ১৭ বিভাগে ৬০ কেজি ওয়েট ক্যাটাগুরিতে প্রথম হয়ে স্বর্ণপদক পায়। ক্যারাটে প্রতিযোগিতায় ইতিপূর্বে রাজ্য জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার পায় দিনহাটার ভেটাগুড়ি গ্রামের জাহ্নবী। তার এই সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি প্রতিবেশীরা। আগামীতে আরও ভালো ফল করবে বলেই জানিয়েছেন তারা। পাশাপাশি তারা জানিয়েছেন ওর চেষ্টাই ওকে এই সফলতা এনে দিয়েছে। এদিকে সুষুমা অনূর্ধ্ব ১৯ বিভাগে ৪৪ কেজি ওয়েট ক্যাটাগুরিতে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পায়। জাহ্নবীর বাবা নিখিল দেবনাথ জানিয়েছেন, এর আগে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও গুজরাট, আমেদাবাদ, গোয়া সহ বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে জাহ্নবী একাধিক স্বর্ণপদক ছাড়াও রৌপ্য ও ব্রোঞ্জ পদক পায়। এদিকে সুষমার কোচ বিক্রমাদিত্য বর্মণ জানিয়েছেন, রাজ্য স্তরের স্কুল ভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতায় কোচবিহার জেলা দলের হয়ে অংশগ্রহণ করে দিনহাটার ঠাকুর পঞ্চানন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সুষমা সরকার। প্রতিযোগিতায় ও তৃতীয় স্থান অর্জন করলেও আগামীতে প্রথম স্থান অধিকার করবেই। কয়েকদিন আগে গত ১৪ই আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর হাত থেকে কন্যাশ্রী সম্মাননা নিয়েছে সুষমা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement