যাত্রীদের জন্য বিশ্রামালয় তৈরি করলেন বিধায়ক শংকর ঘোষ

IMG-20250829-WA0102

শিলিগুড়ি: যাত্রীদের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বিশ্রামাগার তৈরি করলেন শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ। আজ শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে তিনি একটি বিশ্রামাগার তৈরি করলেন। জানালেন মানুষের টাকায় মানুষের কাজ হবে। এর চাইতে বড় কিছু হয় না, আমি মানুষের ভোটে জিতে এসেছি, যখন শিলিগুড়িতে থাকি চেষ্টা করি বারবার নিজের অফিসে বসতে একটু মানুষকে সময় দিতে। তাতে কি হয় ওরা এসে আমাকে ওদের সমস্যাগুলো বলতে পারে। আজকে এই বিশ্রামাগার তৈরি হলো, প্রতিটি বয়সের মানুষের উপকার হবে। বিশেষ করে যারা বয়স্ক, ছাত্র-ছাত্রী যেসব মা তাদের সন্তানদের নিয়ে পড়তে নিয়ে যান সবারই উপকার হবে। আর এটাই আমার লক্ষ্য এটাই আমি চাইছিলাম। জানালেন বিধায়ক সংকর ঘোষ। তিনি আরো জানালেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে আমরা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। কারণ মানুষ আমাদের পছন্দ করে ভোটে জিতিয়ে এনেছে। এবং কর্তব্যের মধ্যেই পড়ে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement