এজেন্সি নিয়ে বিজেপিকে তোপ ফিরহাদের

IMG-20250829-WA0095

যত নির্বাচন আসবে, তত ওরা ভরসা করবে ইডি-সিবিআই-এর উপর।ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, আমার বাড়িতেও সারাদিন ধরে সিবিআই হানা হয়েছিল, এবার অতীনের বাড়িতে হচ্ছে। এভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। অতীনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে , চালাতে দিন। তল্লাশি চালাবে, চলে যাবে, কিছু হবে না। ওরা ভাবছে ভয় দেখালে আমরা ভয় পেয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা লড়ে, তারা ভয় পায় না। মেয়র এই প্রসঙ্গে আরও বলেন, আমরা লড়াই করব, এগিয়ে যাব। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ফের নির্বাচিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি নেতা রাকেশ সিং-এর হামলা প্রসঙ্গে ফিরহাদ বলেন, ২০১৬ সালে বিজেপির রাকেশ সিং কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন। রাকেশ সিং একটা সমাজবিরোধী। সে রাজনৈতিক সৌজন্য বুঝতে পারবে না। তাই প্রদেশ কংগ্রেস অফিসে তারা দুষ্কৃতীমূলক হামলা চালিয়েছে। মেট্রো চলাচলে যে সমস্যা হচ্ছে, সেই প্রসঙ্গে মেয়র বলেন, শুধু মেট্রো রেল নয়, সামগ্রিকভাবে রেলের সুরক্ষা নিয়ে মমতা যে কাজ করেছিলেন, পুরোটাই এখন শেষ হয়ে গিয়েছে। এখন আলাদাভাবে রেল বাজেট পেশ হয় না। মেট্রোতে এখন কোনও নিরাপত্তা নেই। ভারতীয় রেলে এখন যেরকম দুর্ঘটনা ঘটছে, তা আগে কখনও ঘটেনি। মেট্রো রেলের পরিষেবাকে প্রথমে খারাপ করে দিয়ে পরে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়াই উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এই সরকার দেশ থেকে না গেলে সাধারণ মানুষের নিস্তার নেই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement