ভরসা নেই ‘শ্রমশ্রী’ প্রকল্পে, ভিন রাজ্যে পাড়ি শ্রমিকদের

IMG-20250829-WA0098

সপ্তর্ষি সিংহ

শ্রমিকদের হাতে ব্যাগ, মাথায় ছোট প্যাকেট। হাওড়া স্টেশন এবং শালিমার স্টেশন চত্বরে এই চিত্রই ধরা পড়ছে। প্রতিদিন হাজার হাজার বাংলার শ্রমিক কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। রাজ্য সরকার শ্রমশ্রী প্রকল্পে ৫ হাজার টাকা ভাতা চালু করেছে। কিন্তু মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিপুল সংখ্যক শ্রমিক পাড়ি দিচ্ছেন বাড়তি রোজগারের আশায়। সরকারি প্রকল্পে আস্থা হারিয়ে কি তবে দক্ষিণ ভারতের কেরালা, কর্নাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যে কাজের উদ্দেশ্যে ভিড় জমাচ্ছেন? উঠছে সেই প্রশ্ন। ভিড়ে ঠাসা শ্রমিক ট্রেনগুলিতে গাদাগাদি করে ওঠার চিত্র ধরা পড়ছে। বপরিবার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কেন রাজ্যের শ্রমিকরা? ‘শ্রমশ্রী’ প্রকল্পে মাসে ৫ হাজার টাকার ভাতা নিয়ে কি তাঁরা সন্তুষ্ট নন? এই প্রশ্নের উত্তরে এক শ্রমিক বলেন, “পাঁচ হাজার টাকায় সংসার চলে না। গ্রামে দৈনিক ৪০০–৫০০ টাকা মজুরি হলেও অনেক সময় বকেয়া থেকে যায়। ভিনরাজ্যে অন্তত ১,০০০–১,২০০ টাকা দৈনিক আয় হয়। এতে সংসার কিছুটা হলেও চলতে পারে।” শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, শুধু ভাতা বা ক্ষণস্থায়ী প্রকল্পে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না। রাজ্যে শিল্পায়নের জোরালো দাবি তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এখানে যদি পর্যাপ্ত শিল্প হয়, তা হলে আমাদের আর বাইরে যেতে হবে না। পরিবারের সঙ্গে থেকেই কাজ করতে পারব। কিন্তু এই সরকার সেই দিকে নজর দেয় না। মুর্শিদাবাদের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক হায়দরাবাদে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। তিনি জানালেন, ‘মাসে ২০–২৫ হাজার টাকা রোজগার করেও সংসার ঠিকমতো চলে না। মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী প্রকল্পে ৫ হাজার টাকায় কী ভাবে সংসার চলবে?’ মালদহের এক বাসিন্দা কেরালায় রাজমিস্ত্রির কাজ করেন। তিনি বলেন, ‘বলছিলো বাইরে বাঙালিদের উপরে হামলা হচ্ছে। তবুও ঝুঁকি নিয়ে যাচ্ছি। এখানে কাজ নেই। কেরালায় অন্তত দিনে ১,০০০ টাকা পাওয়া যায়। বাবা-মা, স্ত্রী-সন্তানকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই।’ দক্ষিণ দিনাজপুরের এক শ্রমিক বলছিলেন, ভিন রাজ্য থেকে ঘরে ফিরে আসা শ্রমিকদের সংখ্যা প্রায় ১০ হাজার। তাঁদের প্রায় একাংশের অভিযোগ, সরকার শুধু প্রতিশ্রুতিই দেয়। কাজ দেয় না। কাজের সন্ধানে দীর্ঘদিন বাড়িতে বসে থেকে হতাশ হয়ে তাঁদের ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে ৷ মাঝেমধ্যেই বিভিন্ন রাজ্যে কিছু সমস্যা দেখা দেয়। সম্ভবত সেসব সমস্যা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। যেমন এবার সমস্যা তৈরি করা হয়েছে৷ বাংলাভাষী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে সমস্যায় পড়ে বাড়ি ফিরেছেন। কিন্তু বাড়তি রোজগারের আশায় আবার ভিন রাজ্যে পাড়ি দেবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement