ধূপগুড়িতে ভলভো ও বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৬

durghotona

বানারহাট: এশিয়ান হাইওয়ে ৪৮-এ ভয়াবহ বাস দুর্ঘটনায় আতঙ্ক ছড়াল ধূপগুড়িতে। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি মহকুমার স্টেশন সংলগ্ন তিন নম্বর ব্রিজ এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি ভলভো বাস এবং একটি বেসরকারি বাসের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন অন্তত ছয় জন যাত্রী।প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের দাবি, ধূপগুড়ি বাস ডিপো থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হওয়া ভলভো বাসটি আচমকা সামনে চলা বেসরকারি বাসকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বেসরকারি বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অন্যদিকে ভলভো বাসটির সামনের গ্লাস ও হেডলাইট ভেঙে গুঁড়িয়ে পড়ে।সরকারি বাসের যাত্রীরা কোনওভাবে অক্ষত থাকলেও বেসরকারি বাসের অন্তত ছয় যাত্রী গুরুতর আহত হন। আচমকা বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক পুলিশের ওসি সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিনও আসে উদ্ধারকাজে সহায়তা করতে। দুর্ঘটনার পর দুই বাসকেই পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement