আগ্নেয়াস্ত্র সহ এক টোটো চালককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ

IMG-20250421-WA0266

দিনহাটা:  দিনহাটার  খালিশা গোসানিমারি  এলাকা থেকে  আগ্নেয়াস্ত্র সহ এক টোটো চালককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই টোটো চালককে গ্রেফতার করা হয়।  তার বাড়ি গোসানিমারি এলাকাতেই। রাজ্য বিধানসভা নির্বাচন এখনও কয়েক মাস বাকি রয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই ভোট  যতই এগিয়ে আসছে দিনহাটার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি ততই বেড়ে চলেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তবে ওই টোটো চালক কি উদ্দেশ্যে, কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করে তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে অস্ত্রসহ গ্রেপ্তার ওই টোটো চালককে শুক্রবার দিনহাটা আদালতে তোলা হয়। এদিকে দিন কয়েক আগে  গত ১২ই আগস্ট দিনহাটার বৌবাজার এলাকার উজ্জ্বল কুমার সাহা নামে এক ব্যক্তিকে পুলিশ অস্ত্র সহ গ্রেফতার করে। শহরের স্টেশন চৌপথি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার বাজারের ব্যাগ থেকে এই বন্দুক উদ্ধার করা হয়। এর আগে গত পহেলা জুলাই গোসানিমারি এলাকা থেকে আজিদুল মিয়া নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি বন্দুক এবং একটি গুলি উদ্ধার হয়েছে। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে খালিশা গোসানিমারি এলাকায় পুলিশ নানাভাবে চেষ্টা করে ওই টোটো চালককে আটক করে তল্লাশির পর্দার গাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার হয়। সম্ভবত পাচারের উদ্দেশ্যেই ওই অস্ত্র গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।এদিকে দিনহাটা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ টোটো চালককে অস্ত্রসহ গ্রেফতারে ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিভাবে কোথা থেকে আসছে এই অস্ত্র তা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই আঙ্গুল তুলেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বসু বলেন,”তৃণমূল মানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ক্ষমতায় টিকে থাকা। আর এ রাজ্যে তৃণমূল যেভাবে ভয়-ভীতি প্রদর্শন করে শাসন কার্য চালাচ্ছে তারপরে বলার অপেক্ষা রাখে না এই অস্ত্র কোথা থেকে আসছে। পুলিশ মাঝে মাঝে লোক দেখানোর দুই একজনকে ধরলেও খোঁজ নিলে দেখা যাবে এরা আসলে সকলেই রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ।”যুব তৃণমূলের সিতাই ব্লক সভাপতি বিশু রায় প্রামানিক বলেন,”কোচবিহারের মানুষ গত লোকসভা নির্বাচনে একজন কুখ্যাতকে পরাজিত করে একজন শিক্ষককে সংসদে পাঠিয়েছেন সাংসদ করে। এর থেকেই পরিষ্কার সিতাইসহ কোচবিহারের মানুষ গুন্ডা রাজের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করে কোচবিহার থেকে গুন্ডারাজ কে বিসর্জন দিয়েছে।এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন রাতে খালিশা গোসানিমারি এলাকায় অভিযান চালিয়ে দিলীপ বর্মণ নামে ঐ টোটো চালক ধরা হয়। টোটোতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও  একটি গুলি উদ্ধার হয়। কোথা থেকে ওই যুবক এই পিস্তলটি পেয়েছে, এর পেছনে কোন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে কিনা সবকিছু নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। এ দিন ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন,”গোপন সূত্রে খবর পেয়ে  খালিশা গোসানিমারি এলাকায় টোটো চালক এক ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। তার কাছে কোথা থেকে কিভাবে  ওই অস্ত্র এল সেসব খতিয়ে দেখা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement