শিলিগুড়ি বিধান মার্কেটের গণেশ পূজো এবার উনিশ বছরে পড়ল। মার্কেট কমিটির সভাপতি এবং পুজোর অন্যতম আয়োজক বাপি সাহা জানালেন প্রতিবছরই আমরা আকর্ষণীয় করে গড়ে তুলতে চেষ্টা করি এই বিধান মার্কেটের পুজোকে। এবারও তার ব্যতিক্রম হবে না। রোজই থাকবে সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তার মধ্যে দুস্থদের জন্য চিকিৎসা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির থাকবে। আর প্রতিদিন দুপুরে তো প্রসাদ পর্ব আছেই। গতকাল উদ্বোধনের সময় প্রচুর দর্শক এসেছিলেন, আশা করব এবং আমরা আশাবাদী পূজার মধ্য ব্যতিক্রম হবে না।