মালদহ: সহকর্মীদের হাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় এফ আই আর করতে হবে। এই দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সাথে দেখা করে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিল বিজেপি। এদিকে ইতিমধ্যেই ওই মহিলা চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে গত ২১ তারিখের ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন। সার্জিক্যাল বিভাগে এক চিকিৎসকের হাতে আক্রান্ত হন তিনি সেই কথাও তুলে ধরেন। সেই সঙ্গে এই ঘটনার পর ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক নিরাপত্তায় হীনতায় ভুগছেন সেটাও উল্লেখ করেন। এদিকে রাজ্য বিজেপি নেতা অমিত মালব্য ওই মহিলা ইন্টার্ন চিকিৎসকের সোশ্যাল মিডিয়ার ভিডিও টুইট করতেই ময়দানে নামে জেলা বিজেপি। হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সহকারী অধ্যক্ষর সাথে দেখা করে অবিলম্বে ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক যাতে কাজে ফিরতে পারেন সেই দাবি করেন। একই সঙ্গে সেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে হবে থানায়, এই দাবি তুলে সোচ্চার হোন এবং ৪৮ ঘন্টা সময় বেধে দেন কর্তৃপক্ষকে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২১ তারিখ বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ডিউটি থাকার সময় ময়ূরাক্ষী ঘোষ নামে এক মহিলা চিকিৎসক কে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছিল।