কলকাতা: সল্টলেকে আইনজীবীর উপর পুলিশি হামলার ঘটনায় রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে আদালত সূত্রে খবর, সোমবার মামলাকারীর পক্ষে আইনজীবী অনিন্দ্য লাহিড়ী আদালতে জানান, ‘আমার মক্কেলের উপর হামলা করা হয়েছে। যে সময়ে ঘটনা ঘটে, আইনজীবীর ছেলে তাঁর বাবাকে ফোন করে ডাকে। তখন তিনি চেম্বারে ছিলেন। সেখান থেকে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়।’ এরপর বিচারপতি মামলাকারীদের উদ্দেশে জানতে চান, এই মুহূর্তে তাঁদের দাবি কী সে ব্যাপারে। জবাবে আইনজীবীদের তরফে আবেদন জানানো হয়, প্রথমত, পুরো ঘটনা আদালতের নজরদারিতে তদন্ত হোক। সঙ্গে এও আর্জি জানানো হয়, আদালতের নির্দেশ ছাড়া নিম্ন আদালতে চার্জশিট দাখিল করা যাবে না।এর পাশাপাশি বিধাননগর থানার পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ দায়ের হয়েছে। আইন সবার জন্য সমান। ওই দিন তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্টও পেশ করা হয়। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা দফতরও। পুলিশ সূত্রের দাবি, আইনের নিয়ম মেনেই তদন্ত এগোচ্ছে।এদিকে সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, যদি বিধাননগর কমিশনারেটের গোযেন্দা দফতর এর তদন্ত করছে, তাহলে থানার পক্ষ থেকে রিপোর্ট কেন জমা দেওয়া হচ্ছে তা নিয়েও। এই প্রেক্ষিতেই আদালতের নির্দেশ, বিধাননগর গোয়েন্দা দফতরের তরফ থেকে নতুন একটি রিপোর্ট জমা দেওয়ার। পুলিশের তরফে আদালতে জানানো হয়, তদন্তকারী আধিকারিক কাজি রফিকুল ইসলাম এ বিষয়ে আলাদা একটি রিপোর্ট জমা দেবেন। এরপরই বিচারপতি ঘোষ নির্দেশ দেন, সল্টলেকের আইনজীবীর ওপর হামলার ঘটনায় তদন্ত চলবে বিধাননগর গোয়েন্দা শাখা এবং ডিসিপির নজরদারিতে। আগামী শুক্রবার এই মামলার পুনরায় শুনানি হবে।প্রসঙ্গত, সরকারি আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন মারা হয় যে কোমর ভেঙে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। আইনজীবীর ছেলে এবং আরেক আত্মীয়কেও পুলিশ মারধর করে বলে অভিযোগ।










