বিপুল পরিমাণে গাজা উদ্ধার গ্রেফতার ৫ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর আমতলা রোডের টংতলা এলাকায় একটি নাম্বার প্লেটহীন বিলাসবহুল চারচাকা গাড়ি থেকে উদ্ধার করল প্রায় দেড়শ কেজিরও বেশি গাঁজা। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক সহ মোট পাঁচজনকে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। আজ ধৃতদের আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা।ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা চলছিল। পুলিশের তৎপরতায় গাড়ি আটক করে উদ্ধার হল প্রায় ১৭০ কেজি গাঁজা। রবিবার বারুইপুর আমতলা রোডের টংতলা এলাকায় গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে মালপত্র রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এছাড়া কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িতে চালকসহ পাঁচজন ছিল। তাদের গ্রেফতার করেছে পুলিশ। পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা।ওড়িশার বহরমপুর থেকে ওই গাজা নিয়ে গাড়িতে করে তারা এলাকায় আসছিল। কী উদ্দেশ্যে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।