পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথর, বন্ধ শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক

IMG-20250826-WA0118

শিলিগুড়ি: পাহাড় থেকে অবিরত গড়িয়ে পড়ছে পাথর। ছোট পাথর বললে হবে না পাথরের বড় বড় চাই, তাই আপাতত বন্ধ শিলিগুড়ি সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। আসা যাওয়া রাস্তা আপাতত আজকে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। কোন ছোট বড় গাড়ি যেতে যাওয়া হচ্ছে না। পাছে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। পাথরের বিশাল বড় বড় চাই রাস্তার উপরে পড়ে আছে। বহু যানবাহন এসেও ঘুরে ঘুরে ফিরে যাচ্ছে, গতকাল ওই এলাকা থেকে যানবাহনের ঘুরে আসতে প্রায় তিনগুণ সময় লেগে যায়, সেই কারণেই আজ থেকে ওই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। দুর্যোগকালীন তৎপরতায় সেনাবাহিনী পাথর সড়ানোর কাজ করে চলেছে। তবে সম্পূর্ণভাবে যতনা দিন পর্যন্ত পাথর পড়া বন্ধ হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা। সেনাবাহিনীর তরফ থেকে আপাতত এই বার্তায় দেওয়া হয়েছে। হুর পথে যাওয়ার রাস্তা ও আপাতত বন্ধ। পর্যটকদের অনুরোধ করা হয়েছে যারা সিকিমে আটকে আছেন, নেমে আসতে পারছেন না তাও যেন ঘুর পথে সিকিম থেকে নেমে আসেন। বড় বড় পাথর পড়ে যাওয়ায় সমস্যায় পড়ে গেছেন সাধারণ মানুষও।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement