জলপাইগুড়ি: জলপাইগুড়ির পাহাড়পুরে পাওয়া গেল চিতা বাঘের পায়ের ছাপ। এই পায়ের ছাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মানুষের মনে। যদিও চিতাবাঘ এখনো পর্যন্ত কাউকে আঘাত করেনি বাতিটা বাক্যে কেউ দেখতে পারেনি। কিন্তু পায়ের ছাপটি যে চিতা বাঘের পায়ের ছাপ ওই ব্যাপারে কোন সন্দেহ নেই। এই পায়ের ছাপ দেখার পর থেকেই অজানা আতঙ্ক গ্রাস করেছে এলাকার মানুষের মনে। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে চিতাবাঘ ভয়ানক আকার নিতে পারে এই আতঙ্কই তাড়া করছে। পাহাড়পুর এলাকায় জনবসতি কম হলেও দিনের বেলায় মানুষের চলাফেরা থাকে। সেই সময় চিটার বাগ অতর্কিত হামলা করতে পারে বলে ধারণা জন্মিয়ে গেছে এলাকার মানুষদের মনে। গোটা পাহাড়পুর এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ নিয়ে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে। সত্যিই কি চিতা বাঘের ছাপ না অন্য কিছু এটা নিয়েও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। ওই এলাকায় অন্ধকার হলেই জনবসতি একেবারেই কমে যাচ্ছে। মানুষ বের হচ্ছেন না, এরপরে চিতা বাঘের পায়ের ছাপের খবরে আরো আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় মানুষ।