আমাদের পাড়া আমাদের সমাধানে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

IMG-20250826-WA0093

নববারাকপুর: ব্যারাকপুর ২ ব্লকের খড়দহ বিধানসভার ছয়টি পঞ্চায়েত ও খড়দহ পুরসভায় ওয়ার্ডের বুথ ভিত্তিক চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সোমবার খড়দহ বিধানসভার বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চম দিনে নবকামারগাতি শিশু শিক্ষা কেন্দ্রে ২০৭,২০৮,২১০ নং পার্টে এবং খড়দহ পুরসভার ১০ নং ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন। পঞ্চায়েত প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি সহ একঝাঁক পঞ্চায়েত সদস্যদের আধিকারিক দের নিয়ে পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত থেকে মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী বলেন গনতান্ত্রের স্বচ্ছতা দীর্ঘকালের। প্রথম ধারনা চার হাজার বছর আগে ঋকবেদে। ইতিহাস তুলে ধরেন। ফর দ্য পিপল, অফ দ্য পিপল বাই দা পিপল। মানুষের হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয় নি। অধিকার প্রয়োগ করতে পারে নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে গুরুত্ব দেন গনতন্ত্রের। মুখ্যমন্ত্রী বলছেন মানুষ গিয়ে সরকারের দরজায় কড়া নাড়বে না। সরকার আসবে মানুষের কাছে। শুরু দুয়ারে সরকার শিবির। সরকারের প্রতিনিধি পদাধিকারীরা বসে থাকছে সরকারে প্রতিদিন দুয়ারে বসে। শুরু হল বাস্তবায়ন দুয়ারে সরকার। পাড়ায় ছোটখাটো সমস্যা অভিযোগ কোন রাস্তা খারাপ, লাইট খারাপ, জল নেই আপনারা বসে ঠিক করুন সমস্যা সমাধানের। শুরু পাড়ায় সমাধান। ৮০ হাজার বুথে। বুথ ভিত্তিক দশ লক্ষ টাকা করে খরচ। পৃথিবীতে কেউ করেনি। মানুষের কাছে ক্ষমতা তুলে দেওয়া। এ নজির কোথায় নেই। গনতন্ত্রের আসল বাস্তবায়ন যা বোঝায় প্রকৃত ভাবে বাস্তবায়িত করা। মমতা বন্দ্যোপাধ্যায় আগে কেউ ভাবে নি। সারা পৃথিবীতে কেউ করেনি। গালিগালাজ দিলে হবে না। ৯৪ টি প্রকল্প চলছে বাংলার মানুষের জন্য। এনজির ভারতবর্ষের ইতিহাসে নেই বলেন মন্ত্রী। এ কথা গুলি জানানোর জন্যই আমার ক্যাম্পে আসা। আপনারা জানলে আর দশটা মানুষ জানবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement