বানারহাট: ধূপগুড়ির বাসিন্দা সাথী পাল তার ২৫তম জন্মদিনে নিলেন এক অভিনব উদ্যোগ। জন্মদিনকে কেবলমাত্র ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না রেখে তিনি দিনটি কাটালেন সমাজের জন্য কিছু করে।এই বিশেষ দিনে তিনি যান বানারহাটের মগলকাটা ফরেস্ট বস্তি এলাকায়। সেখানে তিনি বৃক্ষরোপণের পাশাপাশি বস্তির শিশুদের হাতে তুলে দেন ছাতা টিফিন থালা ও বিভিন্ন খাদ্য সামগ্রী। শুধু তাই নয় শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল মাংস ভাতের ভোজ।নিজের উদ্যোগ সম্পর্কে সাথী পাল বলেন।বিগত কয়েক বছর ধরে ভেবেছিলাম জন্মদিনে কিছু আলাদা করব। অবশেষে আজ সেই ভাবনা বাস্তবে রূপ পেল। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যিই আনন্দিত। যদিও একা আমার পক্ষে সম্ভব ছিল না ধূপগুড়ি নতুন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা ছাড়া আমি এই কাজে সফল হতে পারতাম না। তাদের প্রতি কৃতজ্ঞ।এলাকার বাসিন্দারাও সাথী পালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে এমন উদ্যোগ শিশুদের জীবনে শুধু আনন্দই নয় প্রয়োজনীয় সহায়তাও নিয়ে আসে।










