শিলিগুড়ি: একের পর এক অপরাধ হচ্ছে শিলিগুড়িতে, তার নবতম সংযোজন শিব মন্দিরের একটি সোনার দোকান। আজকে সকাল পৌনে বারোটার সময় তিনজন দুষ্কৃতী ওই দোকানে ঢোকে, পরিচয় দেয় তারা সোনার জিনিস কিনতে এসেছে, তখন ওই দোকানে ছিলেন দোকানের মালিক হরিপদ সরকার। প্রথমজন এসে কার সাথে কথা বলে তাকে ভুলিয়ে রাখে, এবং তার সাথে আরো দুজন ঢোকে ওই দোকানে। একে একে তারা মোট দশটি সোনার চেন নিয়ে চম্পট দেয়। দোকানের মালিক প্রথমে বুঝতে পারেননি পরে যখন তিনি বুঝতে পারেন অনেক দেরি হয়ে গেছে। তিনি এবং তার কর্মচারী সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন, পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত করছে। শিলিগুড়িতে একের পর এক সোনার দোকানে চুরি এবং ডাকাতি হয়ে যাচ্ছে, এবং আজকে আরেকটি দোকান যুক্ত হল নতুন ভাবে। স্বাভাবিকভাবে ক্ষোভ বাড়ছে দোকান মালিকদের। এইভাবে দিনের বেলায় দুঃসাহসিক চুরি হয়ে যাওয়ায় অবাক স্থানীয় মানুষও।










