সুন্দরবনে কুমির সংরক্ষণে জোর বনদপ্তরের,শুরু ম্যানগ্রোভ রক্ষা

IMG-20250821-WA0076

হাসান লস্কর

সুন্দরবন: সামনেই দুর্গাপুজো। লম্বা ছুটি পড়ে বহু ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্যে এবং দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যান এই সময়। হাতে কম সময় থাকলে কারও কারও গন্তব্য হয় দক্ষিণের সুন্দরবন। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা। আর তার আগেই ভালো খবর। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকা যেমনই বাড়ছে- ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা। গত দু’বছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। কুমির গণনার আনুমানিক রিপোর্ট বলছে কুমিরের সংখ্যা যেমন বাড়ছে, পরবর্তী সময়ে আরো বাড়াতে হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। বিশেষ করে কুমির নদী ছেড়ে বারবার লোকালয়ে যাচ্ছে, যার ফলে আতঙ্ক বাড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের। সাহস জগতে উঠে পড়ে লেগেছে বনদপ্তর। একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সমস্ত বন আধিকারিকরা।জানা গেছে গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে।”বনদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ সালের গণনায় মোটামুটি ১১০-১৩২ এবং ২০২৩-২৪ সালের গণনায় মোটামুটি ১২০-১৪০ টার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। এবার ২০২৫-২৬ সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে। আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে।তবে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদী থেকে লোকালয়ে কুমির চলে আসায় চিন্তায় পড়েছে বন আধিকারিকরা, যার ফলে আতঙ্ক বাড়ছে এলাকার মানুষের। ভাগবতপুর কুমির প্রকল্পে কুমিরের সংখ্যাও বেড়েছে প্রচুর পরিমাণে। আগামী এক মাসের মধ্যে কুমিরগুলোকে গভীর সমুদ্রে ছাড়া হবে এমনই জানা গেছে। যার ফলে আরো কুমিরের সংখ্যা বাড়বে নদী বা সমুদ্রে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement