অগ্নিমূল্য সবজি বাজার

IMG-20250821-WA0082

মালদহ:  অগ্নিমূল্য সবজি বাজার। প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম। বাজারে গিয়ে হাত পুড়ছে আম জনতার। মালদা শহরের রথবাড়ি দৈনিক বাজার থেকে মকদমপুর বা ঝলঝলিয়া বাজার। সমস্ত বাজারেই একই চিত্র। বিক্রেতাদের দাবি অতিবৃষ্টির জেরে এবার সবজি চাষে কোপ পড়েছে। তাছাড়া অধিকাংশ সবজি বাইরে থেকে আমদানি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে। বতমানে মালদা শহরের বাজার দর: আলু ২০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা,পটল ৬০টাকা, ভেন্ডি ৫০টাকা, ঝিঙা ৫০টাকা।বেগুন ৬০টাকা, লঙ্কা ২০০টাকা। আদা ১২০টাকা,করলা ৪০টা। এই অবস্থায় প্রতিদিন বাজারে গিয়ে পকেটে টান পড়ছে বাঙালির। ক্রেতাদের দাবি, হঠাৎ করে বাজারে এই অগ্নি মূল্য অবস্থা। আগে যেখানে ১০০ টাকায় ব্যাগ ভরে যেত সেটা এখন ৫০০ টাকা লাগছে। এই বিষয়ে বিক্রেতাদের দাবি, গত কয়েক দিনের বৃষ্টিতে একাধিক জায়গায় জেলার বন্যা পরিস্থিতি হয়েছে।  সেই সঙ্গে অনেক সবজি বাইরে থেকে আমদানি হয়। এক আমদানি কম অন্যদিকে বন্যায় অনেক ফসল ডুবে যাওয়ার কারণে দাম বেড়েছে সবজির।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement