শিলিগুড়ি: বিতর্ক যাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়, আজকের নিজের ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে দিলীপ বর্মন। একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি, কখনো মেয়র এর সাথে, কখনো ডেপুটি মেয়রের সাথে, আবার কখনো পাপিয়া ঘোষের সাথে। আবার সেদিন এক মহিলা এবং বিশেষভাবে সক্ষম এক যুবকের সাথে। দিলীপ বর্মনের বৈচিত্র সত্যি দেখবার মতন। আজকে নিজের ওয়ার্ডে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন তিনি, তাকে দেখে বোঝাই যায় না বিতর্ক তাকে ঘিরে থাকে সবসময়। আজকে মাঠে অনেকটাই স্বাভাবিকভাবে চলছেন তিনি, বোঝাই যাচ্ছে না চারিদিকে এত বিতর্ক তার সাথে। ফুটবলারদের সাথে হাত মেলালেন, তাদেরকে উৎসাহিত করলেন, আবার মাঠে বসে খেলাও দেখলেন। যে সাহসে তিনি অনায়াসে মেয়র এবং ডেপুটি মেয়রের বিপক্ষে বলেন সেদিন একইভাবে বসে উপভোগ করলেন ফুটবল ম্যাচ, যেন কিছুই হয়নি। সবকিছুকে উড়িয়ে দিয়ে চলবার মত সাহস সত্যিই আছে দিলীপ বর্মনের।