মালদহ: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গণে নারকেল ফাটিয়ে এবং সবুজ ঝাণ্ডা উড়িয়ে আটটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা। টোল ফ্রি ১০২ নাম্বারে ফোন করলে রোগীদের বিনা পয়সায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে দিবে এম্বুলেন্স। প্রয়োজনে কলকাতা পর্যন্ত রোগীদের পরিষেবা দেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি এদিন মালদা শহরেও শুরু হয় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। এদিন মোট আটটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর আরো কয়েকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে মালদায়। এর পাশাপাশি সমস্ত ব্লক হাসপাতাল গুলিতেও থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।










