কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল প্যারসেফ। এদিন উদ্বোধন হলো সংস্থার অভিনব রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন, যেখানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বিআইএস সার্টিফায়েড নিরাপত্তা জাতীয় পণ্য, যার মধ্য দিয়ে সড়কে নিরাপদ ভাবে যাতায়াত সম্পর্কিত তথ্য তুলে ধরা হচ্ছে।
সংস্থার লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু ও আঘাত ৫০ শতাংশ কমিয়ে আনা।
কলকাতা ছাড়াও পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় প্যারাসেফ ইতিমধ্যেই রোড সেফটি নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে। স্কুল, রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পরিবহন সংস্থা সহ লোকাল অঞ্চল। পরবর্তীতে আয়োজিত হবে ডেমো, ওয়ার্কশপ ও অভিজ্ঞতা কেন্দ্র।
প্যারাসেফ-এর সিইও রাজেশ পোদ্দার এই প্রসঙ্গে বলেন, “কলকাতায় প্যারাসেফ এর এই সম্প্রসারণ আমাদের কাছে অন্যতম মাইলস্টোন, একইসঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে প্রত্যেক মানুষের মধ্যে সঠিক বার্তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”