বোয়িং জাতীয় অ্যারোমডেলিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করল

IMG-20250820-WA0109

খড়গপুর: বোয়িং আজ তাদের ১০ম বার্ষিক বোয়িং জাতীয় অ্যারোমডেলিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এই প্রতিযোগিতা হল ভারতের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় অ্যারোমডেলিং কর্মসূচি। এ বছর প্রতিযোগিতায় ভারতের ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১,৪০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে চূড়ান্ত পর্বে পৌঁছানো অংশগ্রহণকারীদের ২৪% ছিলেন ছাত্রী!চূড়ান্ত পর্বের জন্য ১২টি দল থেকে ৪৬ জন ফাইনালিস্ট নির্বাচিত হন। এর মধ্যে তিনটি দল প্রতিযোগিতার বিজয়ী ঘোষিত হয়েছে। এছাড়াও, এই বছরের প্রতিযোগিতার ৪৬ জন ফাইনালিস্টই বোয়িং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে এক বছরের জন্য অংশগ্রহণের সুযোগ পাবেন।বোয়িং ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার সভাপতি সলিল গুপ্তে বলেন, “বিশ্বের দ্রুততম বর্ধনশীল এভিয়েশন বাজারগুলির মধ্যে অন্যতম হিসেবে ভারত তার এরোস্পেস কর্মশক্তি দ্রুত গড়ে তুলছে। আমরা গর্বিত যে, গত এক দশকে এই ‘বোয়িং জাতীয় অ্যারোমডেলিং প্রতিযোগিতা’ দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের বিমানশিল্পে বাস্তব সমাধানসূত্র নকশা করার জন্য একটি মঞ্চ দিয়েছে।প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলো অনুষ্ঠিত হয়েছিল আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি খড়গপুর ও আইআইটি মাদ্রাজে। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা বোয়িং-এর পৃষ্ঠপোষকতায় এবং আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাজ ও আর.ভি. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর অংশীদারিত্বে আয়োজিত হয়। এখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারদের শিল্প-সমাধান তৈরিতে যুক্ত করা হয়। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট পারফরম্যান্স মানদণ্ড অনুযায়ী, স্থির-ডানাওয়ালা বিমানের মডেল নকশা করা, বিমান তৈরি করা,  পরীক্ষা করা ও ওড়ানোর সুযোগ পান।বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি সেন্টারের ভাইস প্রেসিডেন্ট, ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইঞ্জিনিয়ার স্টেসি সাইর বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের এরোস্পেস ডিজাইন ও বাস্তবায়নের কঠোর তথা অনমনীয় নিয়মকানুনের সঙ্গে পরিচিত করে তোলে। নির্ধারিত সময়সীমা ও কর্মক্ষমতার নির্দিষ্ট মাপকাঠির মধ্যে কাজ করার ফলে অংশগ্রহণকারীরা বিমান শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদার জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পান, পাশাপাশি তাঁদের উদ্ভাবন ও সমস্যা সমাধানের দক্ষতাও বৃদ্ধি পায়। বছরের পর বছর ধরে, বোয়িং ভারতে এরোস্পেস খাতে প্রতিভা লালন করতে কৌশলগতভাবে বিনিয়োগ করেছে। তাদের কর্মসূচিগুলির মধ্যে রয়েছে বোয়িং ইউনিভার্সিটি ইনোভেশন লিডারশিপ ডেভেলপমেন্ট এবং পূর্বে পরিচালিত বোয়িং হরাইজনএক্স ইন্ডিয়া ইনোভেশন চ্যালেঞ্জ ও অ্যাক্সিলারেটেড এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার্স অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলি উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার পাশাপাশি দেশের এরোস্পেস ও প্রতিরক্ষা খাতের জন্য দক্ষ কর্মশক্তিও তৈরি করে চলেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement