বিহারে শুরু ভোটার অধিকার যাত্রা

IMG-20250817-WA0090

ভোট চুরি করতে দেব না, হুঙ্কার রাহুলের

বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। এই আবহেই আবার রাহুল গান্ধি কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন কমিশনের বিরুদ্ধে। তাই মানুষের ভোটাধিকার সুনিশ্চিৎ করার ডাক দিয়ে বিরোধীরা বিহারে রবিবার থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছে। সেই কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর হুঙ্কার, বিহারের মানুষের ভোট চুরি করতে দেব না। রবিবার দুপুরে বিহারের সাসারাম থেকে শুরু হয় ভোটার অধিকার যাত্রা। কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ‘ভোটার অধিকার যাত্রা’য় অংশ নিতে দেখা যায় মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব সহ অন্যান্যদের। আগামী ১৬ দিন ধরে গয়া, ভাগলপুর, পূর্ণিয়া, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণ-সহ বিহারের ২০টি জেলাজুড়ে সাধারণ মানুষকে ‘ভোট চুরি’ নিয়ে সচেতন করার লক্ষ্যে এই যাত্রার আয়োজন করেছে বিরোধী জোট। এদিন প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তেজস্বী যাদব বলেন, ‘মোদী মনে রাখবেন, বিহারে খৈনির সঙ্গে চুন রগড়ে দেওয়া হয়।’ রবিবার যাত্রা শুরুর আগে বিহারের সাসারামে এক সমাবেশে বক্তব্য রাখেন রাহুল গান্ধি। নীতীশ কুমার নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকারের সমালোচনা করে রাহুল বলেন, ‘‘আসল ভোটারদের নাম কেটে নতুন ভোটারদের জুড়ে এসআইআর করে নির্বাচন জেতার চেষ্টা করছে ওরা। কিন্তু বিহারের মানুষ তাদের ভোট চুরি করতে দেবে না। আমরা আগে জানতাম না যে নির্বাচন কমিশন কী ভাবে ভোট চুরি করে। তবে এখন সবাই সব জেনে গিয়েছেন। আমরা তাদের চুরি ধরব।’’ লোকসভার বিরোধী দলনেতার কথায়, ‘‘এটি সংবিধান বাঁচানোর লড়াই। আরএসএস এবং বিজেপি সমগ্র ভারতে সংবিধান মুছে ফেলার চেষ্টা করছে।’’ রাহুলের সুরে সুর মেলান লালু প্রসাস যাদবও। লালুর কথায়, ‘‘যে কোনও মূল্যে বিজেপিকে, যারা ভোট চুরি করে, তাদের আসতে দেওয়া উচিত নয়। সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’’ তেজস্বীর অভিযোগ, ‘‘বিজেপি যে কাজ নিজেরা করতে পারছে না, সেটাই কমিশনকে দিয়ে করাচ্ছে। আপনাদের থেকে আপনাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিহারবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে এ ভাবে।’ ১৬ দিনের ভোটাতিকার যাত্রায় গয়া, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া, মধুবনী, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণ-সহ ২০টির বেশি জেলা ঘুরবেন রাহুল ও অন্যান্যরা। সঙ্গে থাকবেন লালু-পুত্র তেজস্বী যাদবও। কর্মসূচি চলাকালীন ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কংগ্রেস সাংসদ। রাহুল জানিয়েছেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন। এই ‘ভোটার অধিকার যাত্রা’য় শামিল হওয়ার জন্য জনতাকে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ। শুধু তা-ই নয় এই যাত্রায় শামিল হয়ে নিজেদের অধিকার নিয়ে সরব হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গত ৭ আগস্ট রাহুল অভিযোগ তোলেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করেছে নির্বাচন কমিশন। শুধু তা-ই নয়, আরও দাবি করেন, ভোটার তালিকায় ভুয়ো ভোটার নথিভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে কর্নাটক, মহারাষ্ট্রের বিধানসভায় কংগ্রেসের ফলাফলের প্রসঙ্গও টেনে এনেছিলেন রাহুল। তবে কমিশনও কংগ্রেস নেতার অভিযোগের পাল্টা জবাব দেয়। রাহুলকে হলফনামা দাখিল করে তাঁর অভিযোগের প্রমাণ দিতে বলা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement