দিল্লিতে ১১,০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মোদী

IMG-20250810-WA0126

রাজধানী দিল্লিতে যানজট কমাতে ১১ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি দুটি ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিল্লি ও এনসিআর অঞ্চলে যানজট কমাতে এবং যাত্রার সময় বাঁচাতে আরবান এক্সটেনশন রোড–২ এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। দুই প্রকল্পের মোট খরচ প্রায় ১১ হাজার কোটি টাকা। উদ্বোধনের আগে নির্মাণ শ্রমিকদের সঙ্গেও কথা বলেন তিনি। করেন রোড শো-ও। রোহিনিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। ৭৫ কিলোমিটার লম্বা ছয় লেনের এক্সপ্রেসওয়ে আরবান এক্সটেনশন রোড–২ শুরু হয়েছে এনএইচ–৪৪ থেকে। রোহিনি, মুন্ডকা, নজফগড়, দ্বারকা হয়ে শেষ হয়েছে মহিপালপুরের কাছে দিল্লি–গুরগাঁও এক্সপ্রেসওয়েতে। রবিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আলিপুর থেকে দিচাঁও কালান পর্যন্ত অংশ। ৫,৫৮০ কোটি টাকা খরচে তৈরি এই অংশে বাহাদুরগড় ও সোনিপতের সঙ্গে নতুন সংযোগ তৈরি হয়েছে। এতে দিল্লির ভিতরে বিভিন্ন চোক পয়েন্টে যানজট কমবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য, এই নতুন সংযোগ এনসিআর এবং শিল্পাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ বাড়িয়ে শহরের উপর চাপ কমাবে। আধিকারিকরা জানিয়েছেন, নতুন সড়ক ব্যবস্থায় বিমানবন্দর থেকে দিল্লির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমের বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কমবে অন্তত ৪০ থেকে ৬০ শতাংশ। এছাড়াও রবিবার উদ্বোধন হয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ের ১০.১ কিলোমিটার লম্বা দিল্লির অংশ। এর নির্মাণ খরচ ৫,৩৬০ কোটি টাকা। এই রাস্তা যশোভাবন কনভেনশন সেন্টার, দিল্লি মেট্রোর ব্লু ও অরেঞ্জ লাইন, আসন্ন বিজওয়াসন রেলওয়ে স্টেশন এবং দ্বারকা ক্লাস্টার বাস ডিপোর সঙ্গে যোগাযোগ বাড়াবে। এই অংশে দু’টি সেকশন রয়েছে। একটি ৫.৯ কিলোমিটার অন্যটি ৪.২ কিলোমিটার। এতে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোড ২–এর মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। গত বছর মার্চে প্রধানমন্ত্রী ১৯ কিলোমিটার লম্বা হরিয়ানা অংশ উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী জানান, সিঙ্ঘু বর্ডার থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে আগে সময় লাগত ২ ঘণ্টা। ফ্লাইওভার দিয়ে এখন ৪০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। একই সঙ্গে এনসিআর এলাকায় পণ্য পরিবহণও সহজ হবে বলে জানান তিনি। দিল্লিতে বায়ুদূষণ চরমে। এই প্রকল্পের ফলে বায়ুদূষণ কমবে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। দিল্লি ও আশপাশের এলাকায় যানজট কমাতে ৫০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এই দুই ফ্লাইওভার সেই প্রকল্পেরই অংশ বলেও জানান মোদী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement