২৯ বলে ১০ ছক্কায় রেকর্ড গড়লেন কক্স

IMG-20250817-WA0096

লন্ডন: প্রথম বল ডট, দ্বিতীয় বলও ডট। প্রথম রানের দেখা পেলেন তৃতীয় বলে। শনিবার দ্য হান্ড্রেডে জর্ডান কক্সের ব্যাটিংয়ের শুরুটা ছিল এমনই। তবে ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওই ধীর শুরু ছিল আসলে বড় ঝড়ের প্রস্তুতির। ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলা কক্স প্রথম ৮ বলে ৮ রান করার পরই তুললেন সেই ঝড়। পরের ২১ বলের ১০টিতেই মারলেন ছক্কা, দুটি চারও। সব মিলিয়ে ২৯ বলের ইনিংসে ১০ ছয় আর তিন চারে ৮৬ রান করে অপরাজিত। স্ট্রাইক রেট ২৯৬.৫৫! দ্য হান্ড্রেডে কক্সের এই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে টুর্নামেন্টে নতুন রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলস। ১০০ বলের এই খেলায় ইনভিনসিবলস তুলেছে ৪ উইকেটে ২২৬ রান, যা হান্ড্রেড ক্রিকেটে দলগত সর্বোচ্চ। পেছনে পড়ে গেছে ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের ৫ উইকেটে ২০৮ রান। হান্ড্রেড ক্রিকেট টি–২০ ক্রিকেট হিসেবে স্বীকৃত। সেদিক থেকে স্বীকৃত টি–২০ তে সবচেয়ে কম বলে অন্তত ১০ ছক্কা মারার দিক থেকে কক্স যৌথভাবে শীর্ষ রেকর্ডধারী। ২০২৪ সালে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ঘরোয়া টি–২০ তে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে মেরেছিলেন ১১ ছক্কা। কক্সের ১০ ছক্কার ম্যাচটি তাঁর দল ওভাল ইনভিনসিবলস জিতেছে সহজেই। রান তাড়ায় ওয়েলস ফায়ার ১৪৩ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ৮৩ রানে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement