অভিনব ভাবে স্বাধীনতা দিবস পালন করল দিনহাটার চা বিক্রেতা রতন বর্মন

IMG-20250816-WA0136

দিনহাটা: অভিনব ভাবে স্বাধীনতা দিবস পালন করল দিনহাটার চা বিক্রেতা রতন বর্মন। গত ৯ বছর ধরে স্বাধীনতা দিবসের দিন পথচারীদের বিনামূল্যে চা ও বিস্কুট ছাড়াও শিশুদের মধ্যে চকলেট বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করে আসছেন রতন। এ বছরও তার অন্যথা হয়নি। বাবার কাছ থেকে দেখে দেখে শিখে তারপর থেকে একইভাবে স্বাধীনতা দিবসের দিন চা বিস্কুট বিলি করেন পথচারীদের মধ্যে রতন। এ বছর প্রায় দু হাজারেরও বেশি পথচারীর হাতে চা বিস্কুট বিলি করেন তিনি। শুধু তাই নয় পথচারীদের ডেকে ডেকে চা-বিস্কুট দেওয়া ছাড়া শিশুদের হাতে তুলে দেন চকলেট। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দুই হাজার কাপের বেশি চা বিলি করেন রতন।  দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকার রতন কয়েক বছর ধরে এলাকায় দোকান করে আসছে। স্বাধীনতা দিবসের বিশেষ এই দিনটি প্রতিবছর  আলাদাভাবে পালন করে থাকেন রতন যে। তার বাবা জীবদ্দশায় স্বাধীনতা দিবসের দিন সামান্য কিছু লোককে বিনা পয়সায় চা খাওয়াতেন। বাবার অবর্তমানে বাবার পথকে অনুসরণ করে রতন সেই সংখ্যাকে বাড়িয়ে কয়েক হাজারে নিয়ে গিয়েছেন। রাস্তায় পথচারী থেকে শুরু করে প্রতিবেশী সকলকে ডেকে ডেকে চা এবং বিস্কুট খাওয়ান ছাড়াও ছোট ছোট শিশুদের চকলেট দিয়ে থাকেন রতন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান,পথচারী থেকে শুরু করে অনেকেই। এলাকার কাউন্সিলর চঞ্চল সাহা, জয়শ্রী সরকার থেকে শুরু করে পথচারীদের রাজু সরকার, পার্থ সাহা থেকে শুরু করে অনেকেই। এদিকে স্বাধীনতা দিবসের দিন সকালে রতন তার দোকানের সামনেই জাতীয় পতাকা উত্তোলন করেন। ঝুলিয়ে দেওয়া হয় ফ্লেক্স। সেখানে উল্লেখ করা হয়েছে স্বাধীনতা দিবসের দিন বিনামূল্যে চাও বিস্কুট বিতরণ। আর এই ফ্লেক্স দেখে অনেকেই যেমন  আসছেন তেমনি পথচারীদের কেউ কেউ তার দোকান পার হতে গেলেই রতন ডেকে নিয়ে এসে তাদের হাতে চা ধরিয়ে দিচ্ছে। চা খেতে আসা আমিনুল হক বলেন, এই সমাজে এখনো অনেক মানুষ রয়েছেন যারা সমাজের জন্য কিছু করতে চান। দিনহাটার মদনমোহন বাড়ি এলাকার রতন তাদেরই একজন। যিনি স্বাধীনতা দিবসের দিন বিনামূল্যে পথচারীদের চা বিস্কুট খাওয়ান। আরেক পথচারী রাজকুমার সাহা বলেন, “যেভাবে রতন গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসের দিন যেভাবে বিনা পয়সায় সাধারণ মানুষকে চা খাওয়ান তা সমাজকে পথ দেখাবে। এভাবে রতনের মত আরও অনেকে এগিয়ে এলে সমাজ পরিবর্তন হবে। রতন বর্মন বলেন, “বাবার কাছ থেকেই শিখেছি। ছোটবেলায় দেখেছি বাবা স্বাধীনতা দিবসের দিন দোকানে পথচারী থেকে শুরু করে সকলকে বিনা পয়সায় চা খাওয়াতেন। তারপর থেকে আমিও বাবার পথকে অনুসরণ করে পথচারীদের পাশাপাশি আশপাশের লোকজনকে বিনা পয়সায় চা বিস্কুট খাওয়ানোর পাশাপাশি ছোট ছোট শিশুদের চকলেট দিয়ে থাকি। বিনা পয়সায় স্বাধীনতা দিবসের দিন চা খাওয়ানো এটা আমার কাছে আলাদা একটি অনুভূতি। দেশের স্বাধীনতার দিন এটা আলাদা একটা আনন্দ। তাই এই দিনটি অন্যভাবে পালন করে সত্যিই ভাল লাগে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement