বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে বড়সড় সাফল্য এলো। অভিযান চালিয়ে প্রায় পৌনে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের রাজাখোঁড়া এলাকায় গৌতম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ির উঠানের মাটি খুঁড়ে সেখান থেকে বেশ কয়েকটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামগুলির ভেতরে সযত্নে প্যাকেট করে রাখা ছিল প্রচুর গাঁজা। এছাড়াও ঘরের ভেতরে রাখা একটি ট্রাঙ্ক থেকেও মাদক উদ্ধার হয়। সব মিলিয়ে প্রায় ২৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ দিন পুলিশি অভিযানের সময় গৌতম ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মাস কয়েক আগেও দিনহাটার পেটলা ছাড়াও গোসানিমারি, সিতাই এমনকি সাহেবগঞ্জ থানা এলাকার কয়েকটি জায়গা থেকে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ গাঁজা উদ্ধার করতে সফল হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকায় গোপনে মাদক পাচার চলছিল। তবে বিপুল পরিমাণ মাদক মজুদ করার বিষয়টি এলাকার মানুষের কাছেও অবিশ্বাস্য। পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মাঝে উঠোন থেকে বেশ কয়েকটি ড্রাম বের করে সেখান থেকে এই গাজা উদ্ধার যেমন করে তেমনি এই ঘটনায় আরো কারা কারা জড়িত সেটাও খতিয়ে দেখছে।