কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভল্কা হাইস্কুলে অনুষ্ঠিত হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রী ছাড়াও ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, জেলাশাসক আর বিমলা, দুই অতিরিক্ত জেলাশাসক শান্তিরাম গড়াই, নৃপেন্দ্র সিং, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, বিডিও রজতকুমার বলিদা সহ অন্যরা। এদিনের শিবিরে সাধারণ মানুষ তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। পানীয় জল, রাস্তাঘাট, পথবাতির ব্যবস্থা – এইসব দাবি উঠে আসে। সেগুলি নথিভুক্ত করা হয়। খুব দ্রুত ওইসব সমস্যা গুলির সামাধান করা হবে প্রশাসনের কর্তারা জানিয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির প্রশংসা করেন বন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা।