ওয়াশিংটন: শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠক শেষেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের জট কাটেনি। যদিও দুই রাষ্ট্রনেতার আলাস্কা শীর্ষ সম্মেলনকে স্বাগত জানাল ভারত। দিল্লির বিবৃতি, শান্তিপ্রক্রিয়ার জন্য তাঁদের (ট্রাম্প ও পুতিন) নেতৃত্ব “অত্যন্ত প্রশংসনীয়”। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানিয়েছে। শান্তির লক্ষ্যে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।” রুশ-ইউক্রেন সংঘাত সমাধানে কূটনৈতিক গুরুত্বের উপরও জোর দিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, “শীর্ষ সম্মেলনে (শান্তি প্রক্রিয়ার) অগ্রগতির প্রশংসা করে ভারত। কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধানের পথ তৈরি হতে পারে। ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান দেখতে চায় বিশ্ব।” প্রসঙ্গত, শনিবারের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। বৈঠকশেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “বহু বিষয়েই আমরা একমত হয়েছি। তবে সবচেয়ে বেশি যে দুই বিষয়ে আমরা নজর রেখেছিলাম, তার সমাধান মেলেনি।” এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগামী সোমবারই ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার কি বাস্তবেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান হবে? উত্তর দেবে সময়।