স্বেচ্ছাশ্রম দিয়ে  বাঁশের সাঁকো নির্মাণ করলেন গ্রামবাসীরা

IMG-20250816-WA0110

স্থানীয় এবং ব্লক প্রশাসনকে একাধিকবার জানান সত্বেও কাজ না হওয়ায় স্বেচ্ছাশ্রম দিয়ে  বাঁশের সাঁকো নির্মাণ করলেন গ্রামবাসীরা। দিনহাটা ১ ব্লকের গিতালদহের দরিবসের লুথার কলোনি এলাকার বাসিন্দারা শুক্রবার থেকে এই বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করেন। দু’দিন ধরে একটানা কাজের পর শনিবার সেই সাঁকো নির্মাণ সম্পন্ন হয়। অভিযোগ, ইতিপূর্বে সাঁকো থাকলেও সেই সাঁকো ভেঙে পড়ায় গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানান সত্বেও কাজ হয়নি। এরফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। বাসিন্দারা নিজেরাই দুদিন থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে সেই সাঁকো নির্মাণ করলেন। এলাকার বাসিন্দা বাসন্তী বর্মণ বলেন,”নদীর এই শাঁখার উপরে আমাদের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ নির্মাণের। অথচ সেই ব্রিজ না থাকায় সমস্যায় পড়তে হয়। ভোট আসলেই নানা রকম প্রলোভন দেখিয়ে আমাদের ভোট নেয়। ভোট চলে গেলে আর খোঁজ রাখেনা। এবার নিজেরাই সকলে মিলে বাঁশের সাঁকো তৈরি করলাম।বাসিন্দাদের মুকুল বর্মণ, ঝন্টু বর্মন বলেন,”গত কয়েক বছর ধরে এই রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। একমাত্র বাঁশের সাঁকো সেটাও নষ্ট হয়ে যায়। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের যিনি সদস্য তাকেও একাধিকবার জানিয়েছি। তিনি এসে দেখে গিয়ে আশ্বাস্য দিয়েছেন। তারপর এখনও সেই কাজ হয়নি। এর ফলে আমাদের বুড়া ধরলা নদীর শাখা পার হয়ে যাতা কষ্ট হয়ে পড়ে। বাধ্য হয়ে নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে এরর বাড়ি থেকে বাঁশ নিয়ে এসে সাঁকো তৈরি করলাম। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কিছু হয়নি।”এলাকার প্রবীন বাসিন্দা ননীগোপাল বর্মণ বলেন,”নদীর এই শাখার উপরে ব্রিজ তৈরির জন্য আমরা অনেকবার বলেছি। কিন্তু হয়নি। কত কয়েক বছর ধরে কষ্ট করেই চলতে হচ্ছে। ছাত্র-ছাত্রীরা স্কুলে পর্যন্ত যেতে ভয় পায়। এই অবস্থায় আমরা গ্রামবাসীরা সকলে মিলে বাঁশের সাঁকো তৈরি করলাম।এলাকার জেলা পরিষদ সদস্য নুর আলম হোসেন বলেন,”কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বন্ধ রাখায় গ্রামের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সহ অন্যান্য কাজ বন্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। জেলা পরিষদের পক্ষ থেকে যাতে লুথার কলোনি এলাকায়  যাতে একটি ব্রিজ করা যায় সেটা অবশ্যই দেখা হচ্ছে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মুক্তা রায় বর্মণ বলেন,”দরিবসের লুথার কলোনি এলাকায় একটি বক্স কালভার্ট তৈরির জন্য ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদকেও বিষয়টি জানানো হয়েছে। এত বড় অংকের টাকার কাজ গ্রাম পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement