সংস্কারের জোরে বন্ধ, নিউ জলপাইগুড়িতে সমস্যায় পড়তে চলেছে পর্যটকেরা

jalpaiguri-railway-station

জলপাইগুড়ি: সংস্কারের জোরে বন্ধ  অধিকাংশ ট্রেন নিউ জলপাইগুড়িতে সমস্যায় পড়তে চলেছেন পর্যটকেরা নিউ জলপাইগুড়ি স্টেশন সংস্কারের জের, আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস, বাতিল বহু ট্রেন স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।নিউ জলপাইগুড়ি স্টেশনের সংস্কারের জের। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, আগামী ২০ আগস্ট পর্যন্ত ঘুরপথে চলবে একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন।বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। এদিকে ট্রেন বাতিল এবং যাত্রাপথ বদলের ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় যাতায়াতকারীরা। তবে সংস্কারের কাজ শেষ হওয়ামাত্রই পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে সবচাইতে বেশি সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে পর্যটকেরা, সাধারণত এই সময় বেশি ভিড় থাকে স্টেশন গুলিতে। পুজোর বুকিং শুরু হয়ে গেছে, এই সময় ট্রেনের গতিপথ পরিবর্তন  সমস্যা তৈরি করবে পর্যটকদের বলে মনে করছেন অনেকেই। সবচাইতে বেশি দুশ্চিন্তার কথা  কতদিন লাগবে আবার  এনজিপি স্টেশন কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেটা জানেন না কেউ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement