বানারহাট: কাশিয়াবাড়ি ইয়ং স্টার ক্লাবের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। পুজোর চাঁদা না দেওয়ায় এক টোটো চালককে মারধর এবং গালিগালাজ করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বানারহাটের শিমুলঝোড়া বাজার এলাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নাথুয়া থেকে দুরামারি যাওয়ার পথে ওই টোটো চালকের পথ আটকায় পুজো কমিটির কয়েকজন সদস্য। অভিযোগ, তারা ২০ টাকা চাঁদা দাবি করেন। চালক টাকা দিতে অস্বীকার করলে, তাকে বেধড়ক মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রাণ বাঁচাতে চালক দুরামারি বাজারে গিয়ে বন্ধু ও পরিজনদের কাছে ঘটনাটি জানান।এরপর ক্ষোভে ফেটে পড়েন টোটো চালকের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব। তারা শিমুলঝোড়া বাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।ঘটনার খবর পেয়ে বানারহাট থানার আইসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।এদিকে, ঘটনার বিষয়ে পুজো কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সফল হওয়া যায়নি।