আমতার আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে পক্ষকাল জুড়ে স্বাধীনতার গল্প

IMG-20250816-WA0073

দীপংকর মান্না 

৭৯ তম স্বাধীনতা দিবস অভিনব ভাবে পালন করেন হাওড়া আমতার আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। ১-১৫ আগস্ট  পক্ষ কাল জুড়ে  শিক্ষিক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের শোনান “স্বাধীনতার গল্প” । প্রতিদিন টিফিন টাইমে বা বিদ্যালয়ের  পাঠদান শেষে বিদ্যালয় বসিয়েছিল ভারতের স্বাধীনতা কেন্দ্রীক গল্প বলার আসর।  ছবি সহ  তাদের শোনানো  হয় শহীদ ক্ষুদিরাম, বিপ্লবী বাঘা যতীন,মাতঙ্গিনী হাজরা,বিনয়- বাদল – দীনেশ , মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কানাইলাল দত্ত- প্রভৃতি বিপ্লবীদের রোমহর্ষক বীরত্বব্যঞ্জক কাহিনী। নেতাজী সুভাষ এবং গান্ধীজির জীবন ও সংগ্রামের কাহিনী তো ছিলই। ছিল স্থানীয় রসপুরের বিপ্লবী শ্রীশমিত্র ওরফে হাবু মিত্রর রডা কোম্পানির অস্ত্র লুন্ঠনের ইতিহাসও। হাবু মিত্রদের লুন্ঠন করা মাউজার পিস্তল নিয়েই বাঘাযতীন বুড়ি বালাম নদীর তীরে চালিয়েছিলেন তাঁর ইতিহাস খ্যাত দুঃসাহসিক সংগ্রাম। কোন কোন ঘটনা শিশুদের দিয়ে তাৎক্ষণিক অভিনয়ের মাধ্যমেও উপস্থাপিত করা হয়।প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন – ” শিশুরা গল্প ভালোবাসে।গল্পের ছলে আনন্দপাঠ বা জয়ফুল লার্নিং এর মাধ্যমে তাদের মনে স্বাধীনতার কাহিনী গেঁথে দিতেই আমাদের এই অভিনব আয়োজন । শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে স্বদেশপ্রেমের বীজ বোনা ও তাদেরকে ভবিষ্যতে সুনাগরিক গড়ে তোলা ও তাদের সুকুমার মতি মনে মূল্যবোধের সঞ্চার করার  উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ  করা হয়। শিশুরা পক্ষকাল জুড়ে খুব আনন্দের সাথে গল্প গুলি উপভোগ করে বিদ্যালয়ের এই অভিনব স্বাধীনতা ভাবনাকে তারিফ করেন এলাকাবাসী।অভিনব এই বিদ্যালয়ে আছে প্রদশর্নী কক্ষ, ম্যাথ ল্যাব, সবজি বাগান। বিদ্যালয়ের প্রাচীরে শিল্পীর তুলির টানে ফুটে উঠেছে হাওড়ার দর্শনীয় স্থানের রঙিন চিত্র।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement