জুটি বাঁধছেন শাহরুখ ও নিখিল কামাথ 

IMG-20250814-WA0094

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান এবার জুটি বাঁধতে চলেছেন জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে। না কোনও সিনেমায় নয়, বাস্তবেই ঘটতে চলেছে এই ঘটনা। এবার তাঁরা একসঙ্গে ‘অ্যালকোবেভ’ (অ্যালকোহল ও বেভারেজ জুড়ে তৈরি হয় এই শব্দ) ফার্ম ডি’ইয়াভল স্পিরিট-এর অংশীদার হতে চলেছেন। জানা গিয়েছে, নতুন এই সংস্থায় অ্যালকোহলিক বেভারেজ সংস্থা র্যাডিকো খইতানের ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এ ছাড়াও ৪৭.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে স্ল্যাব ভেঞ্চার্সের। স্ল্যাব ভেঞ্চার্স তৈরি হয়েছে শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান ও তাঁদের পারিবারিক বন্ধু লেটি ব্লাগোয়েভা ও বান্টি সিংয়ের নামের আদ্যক্ষর দিয়ে। এ ছাড়া নয়া সংস্থার বাকি ৫ শতাংশ অংশীদার হবেন জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথ। ২০২২ সালের আশেপাশে শুরু হয় এই স্ল্যাব ভেঞ্চার্স। তারা ইতিমধ্যেই ডি’ইয়াভল ব্র্যান্ড নামের অধীনে আল্ট্রা-প্রিমিয়াম ভদকা ও স্কচ বিক্রি করে। এই সংস্থার মার্কেটিং এবার সম্পূর্ণভাবে করবে র্যাডিকো খইতান। গত কয়েক বছর ধরে প্রিমিয়াম স্পিরিট কোম্পানিগুলোতে সেলিব্রিটিদের বিনিয়োগ বেড়েছে। অ্যালকোহলিক বেভারেজ স্টার্টআপ কার্টেল ব্রোসে বিনিয়োগ রয়েছে সঞ্জয় দত্ত ও অজয় দেবগনের। অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলারিসের এবিডি মায়েস্ত্রো সংস্থায় বিনিয়োগ রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন শাহরুখ খান ও নিখিল কামাথ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement