কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের মাচাইল মাতা মন্দিরের কাছে বৃহস্পতিবারl প্রাকৃতিক বিপর্যয় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হল ১৭ জনের। একইসাথে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
হিমালয়ে অবস্থিত মাতা চণ্ডী মন্দিরে তীর্থযাত্রার সময় চিশোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার দল পাঠানো হয়েছে এবং বৃহৎ পরিসরে অভিযান শুরু করা হয।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান যে চিশোটিতে এই ঘটনার ফলে প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসন তাৎক্ষণিকভাবে উদ্ধার দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং উদ্ধার কাজ চলছে।