অভাবের সংসারে হার মানাতে পারেনি দ্বাদশ শ্রেণীর অদিতি মন্ডলকে। বাবা পেশায় দিনমজুর মা বিড়ি বেঁধে কোনভাবে সংসার চালাই সেই ঘর থেকে দেশের হয়ে খেলতে যাবার স্বপ্ন। দৌড় প্রতিযোগিতায় রাজ্যের অ্যাটলেটিক্স মিট দৌড়ে সোনা জিতে সেটাই প্রমাণ করে দিল হবিবপুরের কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডল। টালির চালার ভাঙা ঘর থেকে এরপর জাতীয় স্তরে খেলতে যাওয়ার স্বপ্ন দেখছে ১৭ বছর বয়সি ওই কিশোরী। ছোট থেকেই দৌড়াতে ভালোবাসে। স্থানীয় ঋষিপুর উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়ে। শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য অ্যাথলেটিক্স মিটের আয়োজন করা হয়েছিল। সেখানে অনূর্ধ্ব-২০ বিভাগে দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অদিতি। এর আগে জেলা স্তরে সবাইকে হারিয়ে রাজ্য স্তরে পৌঁছেছিল। এবার রাজ্য স্তরে পাঁচ কিলোমিটারের দৌড়ে সোনা জিতেছে। জয়ের পর সোমবার বাড়ি ফিরেছে। সে জানিয়েছে তার এই লড়াইয়ের পিছনে আছে তার বাবা মায়ের আত্মত্যাগ, তার বন্ধুদের সহযোগিতা এবং পাড়া প্রতিবেশীদের আশীর্বাদ। সে জানিয়েছে সে অ্যাথলেটিক্সে আবার জয়ী হতে চায়। আবার এক নম্বরে থাকতে চায়। আবার লড়াই করে উপরে উঠতে চায়,এখনই আমি সন্তুষ্ট নই। জানালো অদিতি।