সৌরভ-আবিররের যুগলবন্দিতে ফরচুনের নয়া ক্যাম্পেন

IMG-20250810-WA0082

রবিবার নিক্কো পার্কের একটি বহুজাতিক রান্নার তেল প্রস্তুতকারক সংস্থার প্রোমোশনাল ইভেন্টে যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, অভিনেতা আবির চ্যাটার্জি, সংস্থার এমডি ও সিইও অংশু মল্লিক। সংস্থার পক্ষ থেকে কাচ্চি ঘানি সর্ষের তেলের ইলিশ উৎসবের তৃতীয় বর্ষের সূচনা হল। এছাড়াও সংস্থার পক্ষ থেকে কলকাতায় ফরচুন ইলিশ ক্যাম্পেনের মাধ্যমে বাংলার রন্ধন ঐতিহ্য সূচনা হল। সংস্থার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলী। এবার নয়া ক্যাম্পেনিংয়ে যুক্ত হলেন আবির চ্যাটার্জি। এদিন অনুষ্ঠানে সৌরভ নিজে ইলিশ মাছ রান্না করেন, সঙ্গে সহযোগীতা করলেন আবির চ্যাটার্জি। অনুষ্ঠানে ইলিশ মাছ সম্পর্কে বলতে গিয়ে মহারাজ বলেন, বছর ২০ ইলিশ মাছ খাচ্ছি আলাদা করে বাংলাদেশের ইলিশ আর আমাদের এখানের ইলিশের পার্থক্য খুব একটা খুঁজে পাই না। কাঁটা বেছে নিজে ইলিশ খেতে পছন্দ করি।
একইসঙ্গে অংশু বাবু বলেন, তিনি মাছ শুধু রান্না নয় কাটতেও পারেন। বর্তমানে সংস্থা গ্রাহকদের কাছে ১ নম্বর পছন্দের ব্র্যান্ড হওয়ায় ধন্যবাদ জানান।
আবির যোগ করেন, আগে ইলিশে কাঁটার ভয়ে মাছ খেতে ভালো লাগতো না কিন্তু যত বড়ো হচ্ছি মেছো হয়ে উঠছি। এখন ইলিশ প্রেমী হয়েছি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement