বামপন্থীদের জোটবদ্ধ হওয়ার আহ্বান সিপিআইয়ের  

cpim-min_4 (1)

সপ্তর্ষি সিংহ 

আগামী ২১-২৫ আগস্ট চন্ডীগড়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দেশব্যাপী সম্মেলন আয়োজিত হতে চলেছে। তার আগে কলকাতায় ১৫-১৭ আগস্ট বিধাননগরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে রাজ্য অফিসে বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্য নেতা স্বপন ব্যানার্জী, প্রবীর দেব, গৌতম রায় উপস্থিত ছিলেন। এদিন স্বপনবাবু জানালেন, দেশে বিজেপি শক্তি মোদী বিরোধী বামপন্থী গণতান্ত্রিক দলগুলি একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিতে এই রাজ্য সম্মেলনে আলোচনা হবে। গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট দানা বাঁধতে না পারার অন্যতম কারন কংগ্রেসের ঐক্যবদ্ধ না হওয়া। ফলে মোদী সরকার ফের ক্ষমতায় এসেছে। ৬৫ আসনে বিজেপি খুব কম ব্যবধানে জিতেছে যদি ইন্ডিয়া জোট একত্রিত হত তবে বিরোধীদের দিকে সেই আসন আসত। এই কারন ইগো সরিয়ে বাম দলগুলিকে এক সারিতে আসার আহ্বান জানান তিনি। সারা দেশব্যাপী মানুষের কাছে প্রভাব পড়বে এমন বলিষ্ঠ আন্দোলন ছড়িয়ে দিতে আলোচনা করা হবে। রাজ্য সম্মেলনে করুণাময়ী থেকে মিছিল করা হবে যা সল্টলেকের জনসংযোগকেও কাজে লাগানো যায় সেই কথা মাথায় রাখা হবে। এই রাজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন ডি রাজা বলে জানান। এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও তিনি আক্রমণ করেন। তৃণমূল বিজেপির বি টিম বলে উল্লেখ করে রাজ্যে ধৰ্মকে রাজনীতিতে মিলিয়ে নৈরাজ্য তৈরী করেছে। সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের বক্তব্য তুলে ধরে স্বপনবাবু বলেন, লাল ঝান্ডা আটকাতে দিদি মোদী সেটিং পরিষ্কার। মোদীজি চান না বাংলা থেকে দিদি চলে যান। ফলে বাংলার সঙ্গে মোদির সেটিং পরিষ্কার। রাজ্যে যে নৈরাজ্য চলছে তার বিরুদ্ধে বামপন্থী দলগুলিকে এক হওয়ার বার্তা ডাক দিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে সিপিআইএম(এল) বামফ্রন্টের সঙ্গে যুক্ত থাকবে। তবে এসইউসিআই এখনও নিজেদের দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি। বাম ও অবাম দলগুলি একত্রিত হবে এটা সম্ভব নয় তাই মতানৈক্য ভুলে বাম দলগুলিকে একসাথেই সংগঠিত হতে হবে। বিরোধী শক্তি উপড়ে ফেলার জন্য এই সম্মেলনে যারা আসবেন তাঁদের সঙ্গে আসন বন্টন নিয়েও আলোচনা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement