স্বাধীনতা দিবসের সওগাত। অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠানে প্রতিযোগীর আসনে দেখা যাবে অপারেশন সিঁদুর-এর অন্যতম দুই মুখ ব্যোমিকা সিং এবং সোফিয়া কুরেশিকে।সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রোমোতে দেখা গিয়েছে, অমিতাভের অনুষ্ঠানে খেলতে আসছেন সেনা আধিকারিক কর্নেল সোফিয়া এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা। তাঁদের সঙ্গেই যোগ দেবেন ভারতীয় নৌসেনার কমান্ডার প্রেরণা দেওস্থালি। নিজেদের পেশা এবং জীবনের নানা আখ্যান সকলের সঙ্গে ভাগ করে নেবেন তাঁরা।চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হয় ভারতীয় নাগরিকদের। পাল্টা অভিযান চালায় ভারত। নাম ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছিলেন ভারতীয় সেনার দুই মহিলা আধিকারিক সোফিয়া এবং ব্যোমিকা।প্রোমোতে সোফিয়াকে বলতে শোনা যাচ্ছে, ‘পাকিস্তান এটা দীর্ঘ দিন ধরে করে আসছে। ওদের জবাব দেওয়া প্রয়োজন ছিল। তাই অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়।’ মঞ্চে তিন নারীর আগমনে অমিতাভের কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘বন্দে মাতরম’।টেলিভিশন রিয়্যালিটি শোয়ে ভারতীয় সেনার তিন নারীর আবির্ভাব নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দর্শকমহল। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) অনেকেই লিখছেন, ভারতীয় সেনাবাহিনীকে ঘিরে আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি বিশেষ দল।
একজন লেখেন, ‘অবিশ্বাস্য। অপারেশন সিঁদুরের অন্যতম মুখেরা নায়করা শেষমেশ টেলিভিশনের অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন। শুধুমাত্র একটি ‘জাতীয়তাবাদী’ দল কিছু ভোট পেতে চায় বলে।’ আবার অন্য একজনের মন্তব্য, ‘আমাদের দেশপ্রেম নিয়ে ঠাট্টা চলছে। একদিন শুনছি পহেলগাঁও হামলায় শহিদ শহিদ এক নৌসেনা অফিসারের স্ত্রী হিমাংশী নারওয়ালকে বিগ বস ডেকে পাঠাচ্ছে। আবার সেনা আধিকারিকরা কুইজ শোয়ে আসছেন। প্রসঙ্গত, ২০০৩ সালের একটি সিজন বাদে ২০০০ সালে সূচনালগ্ন থেকেই অমিতাভই এই অনুষ্ঠানের মুখ। সেই সুবাদে কুইজ শোটির জনপ্রিয়তাও দেখার মতো।
শোনা যাচ্ছে, হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেকে। মুখ্য চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা ছবির কাজ শুরু হতে চলেছে। কিন্তু ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। অমিতাভের সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু দীপিকার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রীকে নিয়ে শুরু হবে ছবির শুট। নিজের প্রোডাকশন হাউসের ছবি তৈরিতে মনোনিবেশ করবেন বলেই এমন সিদ্ধান্ত নায়িকার।
২০১৫ সালের হলিউডের অ্যান হ্যাথাওয়ে এবং রবার্ট ডি নিরো অভিনীত ছবিটির উপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রোডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে, রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল। এবার সেই জুতোয় পা গলাবেন বিগ বি।