নাইট শিবির ছাড়ার কারণ জানালেন বিশ্বজয়ী দলের সদস্য রবিন

IMG-20250813-WA0099

কলকাতা: ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েও দলে থাকতে চাননি রবিন উত্থাপ্পা। ২০১৪ সালে রবিন উত্থাপ্পা কেকেআর-এর হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। সেই কারণে তিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন।কিন্তু তাঁর নিজের বাজারদর দেখার জন্যই কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চেয়েছিলেন উত্থাপ্পা। কলকাতায় আইপিএল ট্রফি আনার অন্যতম নায়ক তিনি।সেই বছরের নিলামে ৫ কোটি টাকা দিয়ে শাহরুখ খানের দল কিনেছিল উত্থাপ্পাকে। কলকাতা নাইট রাইডার্সের এই কৌশল খেটে গিয়েছিল দারুণভাবে। উত্থাপ্পা ৬৬০ রান করেছিলেন। অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ওপেন করতে নামতেন তিনি।পুরনো দিনের স্মৃতি ছুঁয়ে উত্থাপ্পা বলছেন, ”পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার পরে নিলামে কেকেআর আমাকে ৫ কোটি টাকা দিয়ে দলে নেয়। আমরা ২০১৪ সালের আইপিএল খেতাব জিতেছিলাম। অরেঞ্জ ক্যাপ পেয়েছিলাম আমি। তার পরেই আমি চলে যেতে চেয়েছিলাম কেকেআর ছেড়ে। আরও বেশি অর্থ রোজগারের জন্য আমি কেকেআর ছাড়তে চেয়েছিলাম। সত্যি কথা বলতে কী, ক’বছর আমি আর খেলতাম? ৩৫-৩৬? সেই সময়ে আমার বয়স হয়ে গিয়েছিল ২৯। আমি আরও অর্থ রোজগারের জন্য চেষ্টা করছিলাম।” এক ইউটিউবে কথাগুলো বলেছেন রবিন উত্থাপ্পা।২০১৯ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেন। এর পরে রাজস্থান রয়্যালসে তিনি যোগ দেন ৩ কোটি টাকার বিনিময়ে। দুই মরশুম চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেন। কিন্তু কোনও সময়তেই উত্থাপ্পার পারফরম্যান্স ২০১৪-কে ছাপিয়ে যায়নি। কিন্তু কেকেআর-এর হয়ে দুর্দান্ত খেলার পরেও তাঁকে ছেড়ে দেওয়া হল কেন? উত্থাপ্পা বলছেন, ”কেকেআরের কর্তাব্যক্তিদের সঙ্গে আমার কথা হয়েছিল দল ছাড়া নিয়ে। ওরা আমাকে ছাড়তে চায়নি। বলে, তুমি আমাদের সঙ্গেই থাকো। পাঁচ কোটি টাকার বেশি উপার্জন করতে হবে, এই বাসনা নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম কেকেআর। নিজের বাজারদর যাচাই করার জন্য নিলামে নামতে চেয়েছিলাম।” আসলে কেকেআরকে চ্যাম্পিয়ন করানোর পরেও অনেক তারকাকে দল ছেড়ে চলে যেতে হয়েছিল। হালআমলের শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্বে কলকাতা চ্যাম্পিয়ন হলেও পরের বছর শ্রেয়সকে রিটেন করা হয়নি। তাঁকে জানানো পর্যন্ত হয়নি। শ্রেয়সের জায়গায় ভেঙ্কটেশ আইয়ারকে বেশি গুরুত্ব দিতে গিয়ে ডুবল কেকেআর। উত্থাপ্পার এহেন বক্তব্য শুনে মনে হতে পারে সেরকম কিছু। আসলে তিনি নিজেই সরে যেতে চেয়েছিলেন। নিলামের বাজারে নিজের দর তুলতে চেয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে আগের ফর্ম হারিয়ে ফেলেন। ১৫ বছরের আইপিএল জীবনে উত্থাপ্পা ৬টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। উল্লেখ্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রবিন উত্থাপ্পা সেই দলের সদস্য ছিলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement