দিনহাটা: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার হল। একটানা প্রায় ২৪ ঘন্টা নদীতে তল্লাশির পর দ্বারকামারি এলাকায় বুড়াধরলা নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করল সিভিল ডিফেন্সের পাশাপাশি ডুবুরিরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পর উদ্ধার না হওয়ায় সোমবার সকাল থেকে শুরু হয় ফের খোঁজাখুঁজি। অবশেষে দুপুর ১ টা নাগাদ কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। মৃত এই কিশোরের নাম অগ্নি কর্মকার। তার বাড়ি দিনহাটা শহরের বোডিং পাড়া এলাকায়। শহরের গোপালনগর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ওই পড়ুয়া বন্ধুদের সঙ্গে বুড়া ধরলা নদীতে স্নান করতে গিয়েছিলেন। অগ্নির সঙ্গীরা জানিয়েছেন, তারা স্নান করতে নামলে এদের মধ্যে অগ্নি জলে পড়ে গেলে আমরা অনেকবার তাকে বাঁচানোর চেষ্টা করি। আশপাশের লোকজনকে খবর দিলে তারা ছুটে আসে। তারাও চেষ্টা করলে শেষ পর্যন্ত অগ্নি জলের গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে ছুটে যায়। রবিবার দুপুর থেকে তল্লাশি চালালেও দেহ না মেলায় সন্ধ্যা নেমে আসায় বন্ধ থাকে তল্লাশি। এরপর এদিন সকাল থেকেই পুনরায় সিভিল ডিফেন্সের পাশাপাশি ডুবুরিরা তল্লাশি দেহ উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।